বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মতবিনিময়

এস এম কবির উদ্দিন বাবলুকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি খুলনা জেলা শাখার মতবিনিময় সভা ১১ আগষ্ট ( রোববার) অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর ময়লাপোতা মোড়স্থ বিসিডিএস খুলনা শাখা আয়োজিত এ মতবিনিময় শেষে এস এম ক্িবর উদ্দিন বাবলুকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এদিকে সভার শুরুতেই সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। এর আগে পুর্বনির্ধারিত মতবিনিময় সভা বেলা ১১টায় অনুষ্ঠানের কথা থাকলেও অফিস তালাবন্ধ থাকায় সদস্যরা অফিসের সামনেই এ সভা করেন। বিগত তিন বছর আগে বিসিডিএস খুলনা শাখা নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে একটি তথাকথিত কমিটি গঠন হয়। তাই দেশের সাম্প্রতিক পরিবর্তনের পর খুলনা বিসিডিএস নতুন করে পথ চলতে শুরু করলো। খুলনা কেমিস্টস এ- ড্রাগিস্টস সমিতি খুলনা জেলা মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, একটি কুচক্রীমহল বিসিডিএস খুলনা জেলা শাখা দখল করেছিল। আজ খুলনা বিসিডিএস অভিভাবকহীন। অফিস তালাবদ্ধ থাকায় ওষুধ ব্যবসায়ীরা তাদের কথা বলার কোন অভিভাবক পাচ্ছেন না। তাই দখলমুক্ত করে প্রকৃত কেমিস্টসদের সম্বনয়ে কমিটি গঠনের মাধ্যমে বিসিডিএস পরিচালতি হবে। বিসিডিএস খুলনা সদর থানার শাখার সভাপতি সৈয়দ আসিফ ইকবাল লিটনের সভাপতিত্বে এবং ডা: ে শখ নাসির উদ্দিনের পরিচালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং খূলনা জেলা শাখার সাবেক সিনিয়য় সহ-সভাপতি এস এম কবির উদ্দিন বাবলু। বিশেষ অতিথি ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির সাবেক পরিচালক ও খুলনা জেলা শাখার সাবেক সদস্য মো: জিল্লুর রহমান জুয়েল। সভায় অন্যাদের মধ্যে বক্তৃতা করেন বিসিডিএস খুলনা জেলা শাখার সাবেক সদস্য কাজী নেসার উদ্দিন আহমেদ মন্টু, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, শেখ শরিফুল ইসলাম, সমর কুমার কুন্ডু, মো: শারাফাত হোসেন, গাজী মোহাম্মদ আলী, সুমন দেবনাথ অপু, মহম্মদ কামরুজ্জামান সেলিম প্রমুখ। এসময় বিভিন্ন থানা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সাধারন কেমিস্টসবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সভায় এস এম কবির উদ্দিন বাবলুকে আহবায়ক এবং মো: জিল্লুৃর রহমান জুয়েল ও মো: রিয়াজ উদ্দিন সুজাকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির সদস্যরা হলেন নাজমুস সাকিব পিন্টু, সুমন দেবনাথ অপু, সময় কুমার কুন্ডু, মোহাম্ম মাসুদুর রহমান ডালু, গাজী মোহাম্বমদ আলী, মো: আনিসুর রহমান লিটু, সাইফুল ইসলাম লালন, সৈয়দ আসিফ ইকবাল লিটন, মোহাম্মদ নাসির উদ্দিন, শেখ মনিরুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, মো: হাফিজুর রহমান লিটন, মো: শহিদুল আলম তুহিন, মো: শাহজামাল প্রিন্স, মো: মাসুদন নবী, ে মা:ে মনিরুল ইসলাম, ভুইয়া আসাদুজ্জামান মামুন ও মো: আশিকুজ্জামান লনি।