স্থানীয় সংবাদ
জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগরের উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষে মহাসচিব মুজিবুল হক চুন্নু এক বিবৃতিতে দেশের সকল জেলা ও মহানগরের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার জন্য এবং স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার লক্ষ্যে নিজ নিজ এলাকায় কমিটি গঠন ও স্ব-স্ব জেলা ও মহানগরের কার্যালয়ে প্রেরণের জরুরী নির্দেশনা প্রদান করেছেন। সেই পরিপ্রেক্ষিতে খুলনা জেলা ও মহানগর জাতীয় পার্টির সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে আগামী ৩ দিনের মধ্যে জেলা ও মহানগর কার্যালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ করেছেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান এবং মহানগর সভাপতি অ্যাড. মহানন্দ সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।