ভরা বর্ষা মৌসুমেও নেই ইলিশের দেখা থাকলেও দাম চড়া

শেখ ফেরদৌস রহমান ঃ চলছে বর্ষা মৌসুম ইলিশের ধরার সময়। তবে, বাজারে নেই ইলিশের দেখা। আর থাকলেও দাম চড়া। এ দিকে খুচরা ব্যাবসায়িরা বলছে মাছের আড়তে নেই ইলিশের দেখা। আর যদিওবা কিছু ইলিশ পাওয়া যায় দাম অনেক বেশি। যেকারণে ইলিশ ক্রয় করে দাম পাওয়া যাচ্ছেনা। এছাড়া মৎস অধিদপ্তর সূত্রে জানা গেছে এবছর বৃষ্টিপাত হলেও যে পরিমাণ মাছ প্রবেশ করার কথা ঠিক সেই পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে না। এর কারণ নদীর গভীরতা কমে যাওয়া, পাশাপাশি বৃষ্টিপাত কম থাকা সহ মাছ ধরতে না পারা। তবে, গতকাল নগরীর নিউ মার্কেট মাছ বাজার এলাকায় দেখা যায় দাম বেড়েছে ইলিশ মাছের ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১০০০ থেকে ১২০০ টাকা, ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৩০০-১৪০০ টাকা, ৯০০ গ্রাম থেকে এক কেজি ইলিশের দাম ১৫০০ -১৬৫০ টাকা। ১ কেজি ২০০ গ্রাম থেকে ১ কেজি ৩০০ গ্রাম ইলিশের কেজি ২০০০ থেকে ২২০০ টাকা, খুলনার বাজারে যেসব ইলিশ আসছে তার অধিকাংশ আসে বরগুনা জেলার থেকে।এছাড়া ২০০ গ্রামের ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭২০ টাকা থেকে ৭৫০ টাকা কেজি দরে। এ বিষয়ে কথা হয় খুচরা ব্যাবসায়ি আলমের সাথে তিনি বলেন, আগের তুলনায় দাম একটু বাড়তী। মূলতঃ আড়তে নেই ইলিশ মাছ। আমরা কিছু মাছ বরগুনা লাইন থেকে এনেছি। এখন নদ-নদী সাগরে যদি জেলেরা ইলিশ মাছ না পেয়ে থাকে তাহলে দাম বাড়তী থাকবে। গেল ১ সপ্তাহ আগেও মাছের দাম কিছুটা কম ছিল। এখন মাছ বিক্রি মানে লোকশান ।আমার কথা যদি বিশ্বাস না করে দেখেন আড়ত থেকে এই ছোট সাইজের ২৫০ গ্রাম ওজনের মাছ ৮০০ টাকা কেজি দরে নিলামে কিনেছি। এর মধ্যে প্রতি মণে বাড়তী থাকে যে ৪ কেজি মাছ শুধু মাত্র এই মাছ বিক্রি করলে আমাদের কিছুটা আর্থিক লাভ হবে। এ বিষয়ে ক্রেতা মোঃ নাজমুল হোসেন বলেন, আমি এসেছিলাম কিছু ইলিশ মাছ ক্রয় করতে তবে যে দাম হাচ্ছে ব্যাবসায়িরা এতে করে মাছ ক্রয় করার সামর্থ নেই। এখনতো বাজারে কোন সিন্ডিকেট নেই বা দেশের বাহিরে কোন মাছ রপ্তানি হচ্ছেনা। তারপরও দাম বেশি। এ বিষয়ে খুলনা মৎস অধিদপ্তরের (ডিমও) জয় দেব পাল বলেন, এবছর জেলেরা সাগর বা নদ নদীতে ইলিশ মাছ খুব কম পাচ্ছে। পাশাপাশি আশানুরূপ বৃষ্টিপাত নেই। মূষলধারে বৃষ্টিপাত হলে কিছু ইলিশ মাইগ্রেসন করে ডুকত। এছাড়াও বড়িশালের বড় গভীর তম নদ-নদী গুলোতে চড় পড়ে যাওয়া ইলিশ মাছ কম ডুকছে। এছাড়াও তিনি সতর্ক করে বলেন, সামনে তিন চারদিনের মধ্যে যদি জেলেরা নদী বা সাগরে ইলিশ মাছ না পায় তাহলে এবছর ইলিশ মাছ খুবই কম পাওয়ার আশা থাকতে পারে।