খুলনায় চাকরি পুনর্বহালের দাবিতে বিডিআর জোয়ানদের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি ঃ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহে হত্যাকা-ের ঘটনায় চাকরি হারানো বিডিআর জোয়ানরা চাকরি পুনর্বহালের জন্য মানববন্ধন করেছে। শুক্রবার বিকালে নগরী শিববাড়ি মোড়ে জড়ো হয়ে তারা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে। মানববন্ধনে বিডিআর এর সাবেক সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এর আগে তারা নগরীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট র্যালি করে এসে শিববাড়ি মোড়ে জড়ো হয়। এসময় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বলেন, ইতিহাসের বর্বরোচিত সেদিনের হত্যাকা- দেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। কিন্তু তৎকালীন শেখ হাসিনা সরকার বিদেশি অপশক্তির সহযোগিতায় ব্যক্তিগত ক্ষমতা হাসিলের উদ্দেশ্যে নিরাপরাধ বিডিআর জোয়ানদের ওপর জেল- জরিমানাসহ চাকরিচ্যুত করে। ইতিহাসের বিরল হত্যা কলঙ্কের দাগ লাগিয়ে দেওয়া হয় তাদের ওপর। যার পরিপ্রেক্ষিতে দেশে ২৮ হাজার বিডিআর সদস্য ও তার পরিবার আজও অসহায় জীবনযাপন করছেন। যে হত্যাকা-ের সঙ্গে সাধারণ জোয়ানরা জড়িত নয়। তাদেরও আইনের আওতায় এনে বিচার করে জেল দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে । তারা বলেন, পরিবার-পরিজন নিয়ে আগামীতে ভালোভাবে বেঁচে থাকার জন্য বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে আমরা পুনরায় চাকরির সুযোগ চাই। তারা আরও বলেন, এক দিকে যেমন তারা অপরাধ না করে অপরাধী হয়ে জেলের ঘানি টেনেছেন; অপর দিকে চাকরি হারিয়ে নিদারুণ কষ্ঠে দিনাতিপাত করছেন। এই পরিস্থিতি থেকে তারা মুক্তি চান। দেশের জন্য কাজ করে তারা গর্বিত হতে চান, সেই সঙ্গে হাসি ফুটাতে চান পরিবারের সদস্যদের মুখে।