খুলনা ভোক্তা অধিকার’র দৌলতপুর বাজারে অভিযান, জরিমানা

স্টাফ রিপোর্টার : খুলনা জাতীয় ভোক্তা অধিকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দৌলতপুর বাজারে অভিযান। দুটি দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায়। জাতীয় ভোক্তা অধিকার খুলনার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম’র নেতৃত্বে রবিবার বেলা সাড়ে বারোটায় দৌলতপুর বাজারে অভিযান পরিচালিত হয়। বাজারের ফল পট্টি থেকে অভিযান শুরু করে এ সময় অভিযানের খবর পেয়ে দৌলতপুর বাজারের কয়েকটি দোকান ছাড়া সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। দোকানপাট বন্ধ করে দোকানিদের সকলেই আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। দোকান বন্ধ করার বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বললে, তারা কোন জবাব না দিয়েই শটকে পড়ে। কেউ কেউ বলে আমরা শুধু হয়রানির শিকার হব এজন্য দোকান বন্ধ করে রেখেছি। বাজারে ভোক্তা অধিকার খুলনার উপপরিচালক মোঃ সেলিম বলেন, এ বাজারেদ্রব্যমূল্যের দাম নিয়ে নানা অনিয়ম রয়েছে। আমরা যখন অভিযানে আসি তখন এসব দোকানদাররা শাটার টেনে শটকে পড়ে। বিধায় আমরা সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে বাঁধার সম্মুখীন হই। পরবর্তী অভিযানে দোকান বন্ধ করে চলে গেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র মেহেদী হাসান সাইমুমের নেতৃত্বে ছাত্ররা। অভিযানে মুরাদ ফল ঘর কে ২হাজার টাকা ও মুদি দোকান বরকত এন্টারপ্রাইজ কে ৩ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।