স্থানীয় সংবাদ
দীর্ঘ ১৫ বছর পর নীহারিকা সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ এর কমিটি গঠন

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ ১৫ বছর পর টুটপাড়া দিলখোলা রোডস্থ নীহারিকা সমাজ কল্যাণ ও ক্রিয়া সংস্থা এক জরুরি সভা গতকাল নীহারিকা সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ এর অস্থায়ী ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি শফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন রকিবুল ইসলাম লিটন।পরে
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি- আহসান কবির রনি, সাধারণ সম্পাদক- খোরশেদ জাহান রানা, অর্থ সম্পাদক – ফোরকান হোসেন কে নির্বাচিত করা হয়। এসময়ে ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম, রকিবুল ইসলাম লিটন, শাহীন শেখ, শেখ শিবলি শাহাদাৎ, প্রিন্স, মফিজুল ইসলাম সুজন, ফরমান আলি নয়ন, সাংবাদিক আনিছুর রহমান কবির, শাকের মাহামুদ, আলামিন হক বাপ্পু, রাব্বি রহমান সজিব, তাইমুর রহমান তামিম, মোহাম্মদ জাহিদ, আল নাহিয়ান শাকিল, রাজু জমাদ্দার, মিতুল, লোকমান শেখ, হোসাইন রাবু।


