কয়রায় সাংবাদিকদের সাথে জামায়াত নেতার মতবিনিময়
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা উপজেলা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে জামায়াতের কয়রা উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। জামায়াতের কয়রা উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ এর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জামায়াতের খুলনা জেলার কর্মপরিষদের সদস্য প্রভাষক আঃ রব, কয়রা সদর ইউনিয়নের আমির মোঃ মিজানুর রহমান, বাগালী ইউনিয়নের আমির মাওলানা রফিকুল ইসলাম, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাবের
সভাপতি মোস্তফা শফিকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী শেখ মনিরুজ্জামান মনু, ইমতিয়াজ উদ্দিন, মাষ্টার আঃ খালেক, এস এম নুরুল আমিন নাহিন, মোঃ তরিকুল ইসলাম, জিএম নজরুল ইসলাম, সাইদুল ইসলাম,জাহাঙ্গীর কবির টুলু, গ্রীরেন্দ্রনাথ মন্ডল, আঃ রউফ, গোলাম রব্বানী, ফরহাদ হোসেন, আবুল বাশার, জিয়াউর রহমান ঝন্টু, মাসুদ রানা, হাফেজ জাহিদুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।