স্থানীয় সংবাদ

রূপসায় নারীকে হত্যা করে দামি মালামাল লুট

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসায় গুলফার নাহার সেতারা (৬৫) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নৈহাটী ইউনিয়নের নৈহাটী পশ্চিম পাড়া তার নিজ বাড়ি থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। গুলফার নাহার ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী। তবে দুর্বৃত্তরা গুলফার নাহারকে হত্যা করে বাড়িতে থাকা দামি মালামাল লুট করে নিয়ে গেছে বলে পুলিশের ধারণা। বিভিন্ন সুত্র থেকে জানা গেছে, নিহত গুলফার নাহার সেতারা’র একমাত্র ছেলে রায়হান ঢাকায় এনবিআরে চাকরির সুবাদে এই বাড়িতে তিনি একা থাকতেন। সকালে গৃহপরিচারিকা শাহিনুর বেগম ওই বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করেন। তখন ওই মুহুর্তে গেটের দরজা খোলা দেখতে পান। এমনকি ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে শাহিনুরের সন্দেহ হয়। এ-সময় আশপাশের লোকজন ডেকে ঘরে প্রবেশ করে শাহিনুর দেখতে পান গুলফার নাহারের মরদেহটি ঘরের মেঝেতে পড়ে রয়েছে। মুহুর্তের মধ্যে পুলিশ খবর পেয়ে গুলফার নাহারের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, বৃহস্পতিবার রাত ১০টার পর গুলফার নাহার নিজ বাড়িতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সন্ত্রাসীরা ঘরের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে মাথায় আঘাত করে। যার কারনে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি নিহত হন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button