সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পরিবেশনের প্রতিবাদে মানববন্ধন

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৪ সেপ্টেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেলে তাকে নিয়ে অনিয়ম দুর্নীতি শিরোনাম একটি সংবাদ পরিবেশন করেন যার সাথে বাস্তবতার কোন মিল নাই, উক্ত মিথ্যা সংবাদের বিরুদ্ধে গতকাল শনিবার সকাল ১১ টার সময় বটিয়াঘাটা থানার মোড় চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ইমরান হোসেন । মানব বন্ধনে বক্তব্য রাখেন বটিয়াঘাটার ছাত্র সমান্যায়কদের মধ্যে তানভীর আলম,শেখ রাসেল হোসেন উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রার্থী মোহাম্মদ চান মিয়া সাদিয়া ইসলাম, রিপন, মিকাইল হোসেন। ছাত্রনেতা বলেন এই কিছুদিন পূর্বে খুলনা থেকে কয়েকটি টিভি চ্যানেলের সংবাদ কর্মীরা এসে স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ডাক্তার মোঃ মিজানুর রহমানের কাছে হাসপাতাল সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায়। ডাক্তার মিজানুর রহমান তাদেরকে বলেন আমার কাছে কয়েকজন রোগী আছে তাদেরকে দেখেই আপনাদের সাথে আমি কথা বলব পরবর্তীতে তারা আমার কাছে যা যা জানতে চেয়েছে আমি তাদেরকে সঠিক কথা বলেছি। অথচ আমি যা বলেছি তা টিভিতে সম্প্রচার না করে তাদের মনগড়া কথাগুলো সম্প্রচার করেছে। আমরা ওই সকল মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাই। সেবা প্রার্থী মিকাইল হোসেন বলেন, সে আমার দুটি সন্তানকে খুব যতœ সহকারে এখানে সেবা দিয়ে সুস্থ করে তুলেছে করোনাকালীন সময়ে আমার মা-বাবাকে তিনি নিজে এসে চিকিৎসা দিয়েছেন। উক্ত হাসপাতালের রোগী সাদিয়া বলেন আমি দীর্ঘদিন এই হাসপাতালের ভর্তি আছি আমি কখন ও দেখি নাই কোন হাসপাতালের প্রধান এভাবেই রোগীর কাছে এসে সেবা প্রদান করেন। উক্ত সংবাদের প্রেক্ষিতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মাধ্যমে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমরা সেই তদন্ত কমিটিকে জানাতে চাই যে যারা এই ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করেছে তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেন।