খুলনা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

খবর বিজ্ঞপ্তিঃ বৃহস্পতিবার সকালে ১১ টায় খুলনা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কার্য্যনির্বাহী পরিষদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের দাবী করে একটি স্বার্থান্বেষী মহল। এর প্রতিবাদে এবং যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে মটর শ্রমিক ইনিয়নের সভাপতি জাহিদ হোসেন খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শহীদুল ইসলামের সঞ্চালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের কে ধর্য্য ধারন করার আহবান জানান নেতৃবৃন্দ। এসময় আরও বক্তব্য রাখেন মতিয়ার রহমা, রতন সরকার, সেলিম কাজী কুট্টি, সরোয়ার ফকির, জাকির হোসেন, শাহেব আলী, মাসুদ খান, রাজু নয়ন, কাজী আব্দুল আলিম, নুর আলম, বাবু, সিরাজুল প্রমুখ নির্বাচিত নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বিপ্লব গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার ইউনিয়নের কার্য্য নির্বাহী পরিষদের ৩০ অক্টোবর সভায় সর্বসম্মত ভাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাজী শহীদুল ইসলামকে দায়িত্ব অর্পণ করা হয়। উক্ত সভায় মৃত্যুবরনকারী শ্রমিকদের তালিকা প্রস্তুত, আয় ব্যয়ের হিসাব প্রদান ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সকলকে ভূমিকা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। রাজনৈতিক পট পরিবর্তনের কারনে বিশেষ স্বার্থান্বেষী মহল যাতে শ্রমিকদের স্বার্থ বিরোধী কোন কার্যকলাপে লিপ্ত না হতে পারে সেজন্য সকলকে সজাগ থাকার উদ্ধাত্ত আহবান জানানো হয়।