দাকোপে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
# মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুটক্তি #
দাকোপ প্রতিনিধি ঃ মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতা বিধায়ক নিতিশরানের সমর্থনের প্রতিবাদে দাকোপে উপজেলা সমমনা ইসলামী দল সমুহের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা হেডকোয়াটার জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মুফতি মাওলানা শফি আহম্মেদের সভাপতিত্বে এবং খেলাফত মজলিশ দাকোপ উপজেলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা মোঃ ইকবাল হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ শফিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন, খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা মোঃ ফারুকুজ্জামান,জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার আমীর মাওলানা আবু সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ¦ জাহিদুল ইসলাম, মাওলানা তাবারক হুসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রফেসর জি এম ওহিদুজ্জামান, পৌর সভাপতি আলহাজ¦ আবু দাউদ, সেক্রেটারি অবঃ সেনা কর্মকর্তা আকতারুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি হাফেজ ওসমান করিম, শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, খেলাফত মজলিশের পৌর সভাপতি মুফতি খালিদ হোসাইন, সেক্রেটারী মুফতি সাইফুল ইসলাম, যুব মজলিশের সভাপতি মাওলানা মাওলানা সোহরাব হোসাইন, সেক্রেটারি মুফতি মুস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি এম ইমদাদুল হক, পৌর সভাপতি মাওলানা জি এম আকতারুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল করিম, পৌর সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মুরসালিন, ছাত্র মজলিশের আহবায়ক মোঃ জোবায়ের ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইয়াসিন আরাফাত, সেক্রেটারী মেহেদী হাসান।