স্থানীয় সংবাদ

সবাইকে অজ্ঞান করে এক বাড়িতে ডাকাতি সংঘটিত

স্টাফ রিপোর্টার ঃ অচেতন নাশক স্প্রে করে বাড়ির সবাইকে অজ্ঞান করে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ৭ লাখ টাকার স্বর্ণালংকার এবং জমির গুরুত্বপুর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে বাদী ওবায়দুল্লাহ উল্লেখ করেন। বাগেরহাট সদর থানাধীন ১নং কাড়াপাড়া ইউনিয়নের অন্তর্গত বাগমারা সাকিনস্ত এলাকার বাসিন্দা মো: ওবায়দুর রহমানের বাসায় গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে যে কোন সময়ে অজ্ঞাত একদল ডাকাতি বাড়ির গ্রীলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময়ে তারা অচেতন নাশক স্প্রে করে সবাইকে অজ্ঞান করে ফেলেন। এ সময় তারা ঘরে থাকা ট্যাংক ও শোকেচে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকা এবং কয়েকভরি র্স্বণারংকা যার অনুমানিক মুল্য ৭ লাখ টাকা এবং জমির গুরুত্বপুর্ণ কাগজপত্র নিয়ে যায়। ভুক্তভোগী ওবায়দুল্লাহ জানান, ওই দিন রাত সাড়ে ১১টায় আমিসহ আমার পরিবার খাওয়া দাওয়া শেষ করে যে যার স্থানে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে (১লা অক্টোবর)আমার চাচি শরিফা বেগম ডাক চিৎকার দিলে ঘুম ভেঙ্গে যায়। এ সময়ে ঘুম উঠে দেখি আমার ঘরের ভিতর মালামাল ছড়ানো ছিটানো। আমার স্ত্রী ইতি বেগম এবং আমার মা সাহিদা বেগম এবং আমার মেয়ে মারসিয়া ও রিকিয়া অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে বুঝলাম সংঘবদ্ধ একদল ডাকাত আমার ঘরে ঢুকে চেতনাশক ওষুধ স্প্রে করে সবাইকে অজ্ঞান করে উল্লিখিত টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতা অজ্ঞান অবস্থায় পড়ে থাকায় আমার পরিবারকে নিয়ে চিকিৎসার জন্য বাগেরহাটে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button