দিঘলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি
দিঘলিয়া খুলনা প্রতিনিধি ঃ দিঘলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মোতালেব শেখকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মোতালেব শেখকে শৃঙ্খলা ভঙ্গের জন্য গত ১ অক্টোবর তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। থানা আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত ব্যাখা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সে নিয়ম মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে কোন ব্যাখা দেয়নি এমন কি যোগাযোগও করেন নাই। এ কারণে দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ৯ অক্টোবর রাত ৯ টার সময় এক জরুরী সভার সর্বসন্মত সিদ্ধান্ত মোতাবেক তাকে তার পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি, উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, সাজ্জাদ মোল্লা, মোহাম্মদ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ মন্টু, এস এম মেহেদী হাসান, বুলবুল শিকদার, আরিফুল ইসলাম, শেখ হিদায়েত হোসেন, মোহাম্মদ শিহাব, আশরাফুল ইসলাম প্রমূখ। সভায় সবার সম্মতিক্রমে মোঃ মোতালেব শেখকে স্বেচ্ছাসেবক দল দিঘলিয়া ইউনিয়ন সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সাইদুল ইসলাম সুজন মোড়ল, যুগ্ম-আহ্বায়ককে সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়। সদস্য সচিব হিসাবে মোঃ আনোয়ার হোসেন ও যুগ্ম-আহ্বায়ক হিসাবে মোঃ আব্দুর রহিম বিশ্বাসকে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত হয়।