রূপসায় বিএনপি নেতার বাড়িতে আগুন : ৫ লাখ টাকার ক্ষতি
রূপসা প্রতিনিধি ঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গৌরপদ বিশ্বাস এর বাড়িতে আজ ১৮ সেপ্টেম্বর সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে ঘরে আগুন লেগে ঘরে থাকা নগদ ৭লাখ টাকাসহ আসবাবপত্র পুড়ে যায়। জানা যায়, বান্দাখাল বসতঘরের দ্বিতল ভবনের রুমে টচ লাইট চার্জ দেওয়া ছিল। চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে ঘরে আগুন লাগে। আগুন লাগানোর পর এলাকাবাসীর সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে নগত ৭লাখ টাকাসহ প্রায় ৫লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়।দলীয় কর্মীর ক্ষতিগ্রস্থর সংবাদ শুনে ঘটনাস্থলে উপস্থিত হন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি। এসময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মালেক শেখ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কবির শেখ, খাইরুল ইসলাম খোকন, যুবনেতা মনির লস্কর সমাজসেবক হোসেন আলীসহ অনেকেই সহ অন্যান্য নেতৃবৃন্দ।