স্থানীয় সংবাদ

যশোরের পল্লীতে এক শিশুর মুখে গরম পানি ছুড়ে ঝলসে দিয়েছে এক নারী

যশোর ব্যুরো ঃ লামিয়া (৬) নামে এক শিশু মেয়ের মুখে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে তারা বেগম নামে এক নারী। ঘটনাটি যশোর সদর উপজেলার পুলের হাট মন্ডলগাতি আদর্শপাড়া গ্রামে। শিশুটিকে মুখ ঝলসানো অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা সদর উপজেলার পুলের হাট গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে ইসরাফিল হাওলাদার বাদি হয়ে শনিবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় মামলা করেছে। মামলায় আসামী করেন,পুলেরহাট মন্ডলগাতী আদর্শপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী মোছাঃ তারা বেগম। মামলায় শিশুটির পিতা উল্লেখ করেন, তারা বেগমের মন্ডলগাতী আদর্শপাড়ায় একটি চা ও মুদী দোকান আছে। গত শনিবার ১৯ অক্টোবর বাদির শিশু মেয়ে লামিয়া বিকাল অনুমান ৫ টার সময় উক্ত তারা বেগমের চায়ের দোকানে চকলেট কিনতে যায়। চললেট কিনে দোকানের সামনে দাঁড়িয়ে চকলেট খাওয়াকালে শিশু মেয়েকে ক্ষতি করার উদ্দেশ্যে একা পেয়ে চা ও মুদী দোকানী নারী চায়ের প্রচন্ড গরম পানি শিশুটির মুখে ছুড়ে মারে। গরম পানি শিশুটির মুখের বাম পাশে লেগে মুহুর্তের মধ্যে ঝলসে যায়। শিশুটি উচ্চস্বরে চিৎকার দিলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর তারা বেগম শিশুটিকে উদ্ধার করতে আসা ব্যক্তিদের খুন জখমের ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে। উক্ত নারী শিশুটির পরিবারকে থানায় মামলা না করার জন্য ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে। ঝলসানোর খবর পেয়ে বাদি ও তার স্ত্রী দ্রুত ছুটে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাাতলে যান। সেখানে তার শিশু মেয়েকে চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা বেগমকে পুলিশ গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button