বেতন বৃদ্ধির দাবিতে খুলনায় গোপালবিড়ি ফ্যাক্টরির সামনে আন্দোলনে আহত ৩
# থানায় অভিযোগ #
স্টাফ রিপোর্টার: খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের নারায়নপুরে গোপালবিড়ির ফ্যাক্টরির সামনে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে ৩ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, তৌহিদ মল্লিক(৩৩), মিন্টু শেখ (৩৫) ও ইকবাল শেখ (৩০)। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন গোপালবিড়ি ফ্যাক্টরির ম্যানেজার গণেশ চন্দ্র পাল। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর বটিয়াঘাটা অবস্থিত গোপালবিড়ি ফ্যাক্টরিতে কাজ করা কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে বেতন বাড়ানোর নামে আন্দোলন শুরু করে। অভিযুক্তরা হলেন ফিরোজ, শামিম, সেকেন্দার, ফারুক, শফিকুল, মুরাদ, রঞ্জনসহ অজ্ঞাত আরো অনেকে। তারা দীর্ঘদিন যাবত কোম্পানির বদনামসহ বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে বলে উল্লেখ করা হয় অভিযোগে। ঘটনারদিন সকালে ফ্যাক্টরীর সামনের রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করে। স্থানীয় লোকজন আন্দোলনকারীদের শান্ত করতে গেলে ফিরোজ শেখের ইশারায় হামলার শিকার হন অনেকে। প্রথমে গণেশ চন্দ্র পালের সাথে থাকা তৌহিদ মল্লিককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মিজান। এতে সেখানেই রক্তাক্ত যখম হয় তৌহিদ। এরপর বাশের লাঠি দিয়ে মিন্টু ও ইকবালকে পিটিয়ে যখম করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এছাড়াও গণেশ চন্দ্র পালসহ সবাইকে তারা এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এতে সেখানে উপস্থিত থাকা অনেকেই আঘাত প্রাপ্ত হয়। সেই সময় গণেশ চন্দ্র পালের কাছে থাকা ৬৭ হাজার টাকা মিজান নিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পরে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা খায়রুল বাশার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এছাড়া ফ্যাক্টরিতে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছি। পাশাপাশি তদন্তপূর্বক আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।