স্থানীয় সংবাদ

দীর্ঘ ১৬ বছর পর সমিতির সদস্যরা ফিরে পেতে চলেছে তাদের ভোটাধিকার

# রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি #

খবর বিজ্ঞপ্তি ঃ দীর্ঘ ১৬ বছর পর রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সদস্য গন ফিরে পেতে চলেছে তাদের ভোটাধিকার। বিগত ৫ই আগস্টের পর সমিতি থেকে স্বৈরাচারের দোসরা পালিয়ে গেলে সাধারন সদস্য গন এক সাধারণ সভার মাধ্যমে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট এ্যডহক কমিটি গঠন করেন এবং অবাদ সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের জন্য খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মুজিখর রহমানকে চেয়ারম্যান ও খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার সাহা কে সচিব এবং শাহ জিয়াউর রহমান স্বাধিন কে সদস্য করে- নিবাচন পরিচালনা কমিটি গঠন করেন। যার প্রেক্ষিতে ২ অক্টোবর সমিতির সোনাডাঙ্গাস্থ প্রধান কার্যালয়ে সমিতির এ্যডহক কমিটির এবং নিবাচন পরিচালনা কমিটির মত বিনিময় সভা হয় অনুষ্ঠিত হয়। সভায় যাতে আসন্ন নিবাচন অবাদ সুষ্ট ও নিরপেক্ষ করার লক্ষে ফলপ্রসু আলোচনার মাধ্যমে প্রয়োাজনীয় সিদ্ধান্ত গ্রহন করা হয়। প্রকাশ থাকে এটা কোন রাজনৈতিক সংগঠন নয় এটা সম্পূর্ন ব্যবসায়ি সংগঠন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button