গণঅধিকার পরিষদ মহানগর নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি ঃ গণঅধিকার পরিষদের খুলনা মহানগর নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেসক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নুরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের সাধারণ সম্পাদক এস কে রাশেদ ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিদার শিকদার, বাংলাদেশ যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের সভাপতি এইচ এম তাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়েদ শেখ স¤্রাট প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সদস্য শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, শেখ হারুন-অর-রশিদ, নামজুল হক পাপ্পু, যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল, যুব অধিকার পরিষদ খুলনা মহানগরের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ আব্দুল নাহিদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।