স্থানীয় সংবাদ
লবনচরা থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
স্টাফ রিপোর্টার ঃ কেএমপি লবণচরা থানা পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, লবণচরা থানার একটি টিম গতকাল দুপুরে সাচিবুনিয়া সুইস গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এময় সাচিবুনিয়া সুইস গেটের সন্নিকটে মুহাম্মাদিয়া সুপার মার্কেটের প্রবেশ মুখের সামনে থেকে ওই এলাকার হায়াত আলীর ছেলে পলাতক আসামী মোঃ জাহিদুল ইসলাম (২৪) এর হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি এবং একটি হিরো থ্র্রিলার ১৬০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এঘটনায় গতকাল লবণচরা থানায় ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ এর ১৯অ তৎসহ ১৮৬/২২৪/২২৫/৩৩২/৩৫৩ পেনাল কোড ধারায় মামলা রুজু করা হয়েছে, যার নং-২২।