আড়ংঘাটায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ঃ আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ খুলনার কয়রা থেকে ১৬ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি ওয়াজকুরুনি ঢালিকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল ফায়েজুল আরেফিন বলেন, ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার কয়রা থানাধীন টেপাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পরে গ্রেফতার আসামিকে আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ১০ অক্টোবর খুলনা মহানগরীর আড়ংঘাটা থানায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়। ভুক্তভোগীর বাবা একটি গরুর ফার্মে চাকরির সুবাদে সপরিবারে ওই ফার্মে বসবাস করেন। আসামি ওই ফার্ম থেকে প্রতিনিয়ত গরুর দুধ সংগ্রহ করতো। গত ৮ অক্টোবর সকালে ভিকটিমের বাবা গরুর ফার্মে কাজে ও মা ছেলেকে নিয়ে স্কুলে চলে যান। ভুক্তভোগী একা বাসায় থাকে। মেয়েটিকে একা পেয়ে আসামি ওয়াজকুরুনি তাকে ধর্ষণ করে। একজন প্রত্যক্ষদর্শী দেখতে পেয়ে দ্রুত ভুক্তভোগীর বাবাকে জানালে সঙ্গে সঙ্গে তিনি লোকজন নিয়ে আসামিকে ধরেন। সেখানে জিজ্ঞাসাবাদ সে স্বীকার করে, এর আগেও ধর্ষণ করেছে। একপর্যায়ে তাদের বিয়ে দেবে বোলে অভিযুক্তের পরিবার তাদের ছেলেকে নিয়ে যায়। পরে আসামি কৌশলে আত্মগোপনে থেকে ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। আড়ংঘাটা থানার ওসি বলেন, গ্রেফতারকৃত ধর্ষক ওয়াজকুরুনি ঢালি শলুয়া পাশখালি সালাম সাহেবের গরুর ফার্মের দক্ষিণপাশের বাসিন্দা আমজেদ ঢালীর ছেলে। মামলাটি তদন্ত করছেন এসআই নাহিদ সুলতানা।