স্থানীয় সংবাদ

খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক ৪ : জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ৪ জনকে আটক করেছেন। এ সময়ে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাজা জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে মো: শহিদুল ইসলাম, মো: বাবু শেখ, বসির আহম্মেদ শান্ত এবং মো: কামাল শেখ। পরে আটককৃতদের ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে অর্থদ- ও কারাদ- প্রদান করেছেন। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। গতকাল মঙ্গলবার ( ২২ অক্টোবর )খুলনা মহানগরীর হোটেল আলিশানগলি ভাঙ্গাবাড়ি বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে মতে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের ‘ক’ সার্কেলের পরির্দশক মো: আব্দুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে ২০০ গ্রাম গাজাসহ মো: শহিদুল ইসলাম, মো: বাবু শেখ, বসির আহম্মেদ শান্ত এবং মো: কামাল শেখ। পরে ভ্রম্যমান আদালত পরিচালনা করেন তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদন্ড প্রদান করা হয়। এর মধ্যে একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদ- এবং ৫০০ টাকা জরিমানা প্রদান এবং বাকি তিনজনকে ১০ দিনের বিনাশ্রমে কারাদ- ও ১০০ টাকা জরিমানা করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।
‘ক’ সার্কেলের পরির্দশক মো: আব্দুর রহমান বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকসেবন ও বিক্রি করার সাথে জড়িত থাকা অভিযোগ ছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তিনি বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button