যশোরে এইচপিভি জরায়ূমুখ ক্যান্সার প্রতিরোধে কনফারেন্স অনুষ্ঠিত
যশোর ব্যুরো ঃ জাতীয় এইচপিভি জরায়ূমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সম্পন্নর লক্ষ্যে বুধবার ২৩ অক্টোবর দুপুরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। যশোরের কর্মরত জাতীয় দৈনিক,আঞ্চলিক ও স্থানীয় এবং টিভি সাংবাদিকদের নিয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক,ডাক্তার রেহনেওয়াজসহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি উপস্থিত থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে এইচপিভি সম্পর্কে ধারনা দেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য করেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। প্রেস কনফারেন্সে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, আজ ২৪ অক্টোবর সকাল ৯ টায় যশোর কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এইচপিভি টিকা দিয়ে উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান হিসেবে উপস্থিত থেকে ওই স্কুলের একজন শিক্ষার্থীকে এইচপিভি টিকা প্রদানের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠিত হবে। যশোর জেলায় এই কর্মসূচী বাস্তবায়নে ১২৩,১৬০জন ৫ বছর থেকে ১৪ বছর অর্থাৎ ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীসহ টার্গেট করা হয়েছে। ইতিমধ্যে ২৩ অক্টোবর বুধবার পর্যন্ত ৫২,৫৩০জন রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা কার্ড সংগ্রহ করেছেন। প্রতিবছর বিশে^ জরায়ূমুখ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৪ হাজার ৯শ’ ৭১জন মারা যাচ্ছে। হিউম্যান পেপিলোমা ভাইরাস থেকে বাঁচার জন্য এই টিকা অনেক গুরুত্ব বহণ করেন। ইতিপূর্বে যশোরের বিভিন্ন স্কুলগুলোতে নারী শিক্ষার্থীদের মধ্যে এই ভাইরাস প্রতিরোধ হিসেবে টিকার ব্যাপারে আলোচনা করা হয়েছে। ২৪ অক্টোবর থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত যশোরের স্কুলগুলোতে পর্যায়ক্রমে এই টিকা কার্যক্রম চলবে। শুধুমাত্র ৫ বছর থেকে ১৪ বছর অর্থাৎ যে শিশু ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীতে লেখাপড়া করছেন তাদেরকে এই কর্মসূচীর আওতায় আনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।