স্থানীয় সংবাদ

আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে গিলাতলায় জায়গা দখল ও প্রাণনাশের হুমকি

# থানায় জিডি #

স্টাফ রিপোর্টারঃ নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা গাজীপাড়ায় মৃত গাজী সামছুর রহমানের পুত্র প্রয়াত গাজী শহীদুল্লাহর দানকৃত আলহাজ্ব গাজী মেছের আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি সংলগ্ন উদ্বৃত্তাংশ “গাজী শহীদুল্লাহ পাবলিক লাইব্রেরি” র জন্য নির্ধারিত অংশে আদালতের মামলা নম্বর এমপি ৬৭৫/২০২৪ এর ১৪৫ নির্মাণ কাজ না করার জন্য আদালত নিষেধাজ্ঞা প্রদান করেন। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে ,বিবাদীদ্বয় জোর পূর্বক অবৈধ ভাবে জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ কাজ করছে। জমিদাতা গাজী শহীদুল্লাহর ভাই গাজী অহিদুর রহমান এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা কওে খানজাহান আলী থানায় একটি অভিযোগ ও গত ১৯ অক্টোবর একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নাম্বার ৮৭৮। ভুক্তভোগী অহিদুর রহমানের সাধারণ ডায়েরি সুত্রে জানা যায়, বিদ্যালয়ের জন্য দানকৃত জমি সংলগ্ন উদ্বৃত্তাংশ ২ শতক জমি যাহাতে “গাজী শহীদুল্লাহ পাবলিক লাইব্রেরির” জন্য নির্ধারণ করা হয়েছে। এমতাবস্থায় একই এলাকার মৃত শেখ আবু সাঈদ এর পুত্র শেখ মুসাব্বির হোসেন বাবু (৪০) ও মৃত গাজী আজিবর রহমান এর পুত্র গাজী আবুল কালাম আজাদ (৪৬) আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জোরপূর্বক পাকা ঘর নির্মাণ কাজ করছে। অবৈধভাবে ঘর নির্মানে অহিদুর রহমান বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবননাশের হুমকি প্রদান করে। উল্লেখ্য, এ ব্যাপারে গত ১০ অক্টোবর বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পরেও প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করছে না বলে ভুক্তভোগী ও স্থানিয়রা জানান। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, থানায় অভিযোগ পেয়েছি, একটি জিডি হয়েছে, অভিযুক্তদের একাধিকবার বলা হলেও তারা নির্মাণ কাজ বন্ধ করছে না বিষয়টি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button