স্থানীয় সংবাদ
খালিশপুরে খুবির বাসের ধাক্কায় বিজিবি সদস্যে নিহতের ঘটনায় মামলা ঃ চালক গ্রেফতার
স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুরে বাসের ধাক্কায় বিজিবি সদস্যে নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের বড়ভাই শেখ ফজলুল হক বাদি হয়ে খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ ঘাতক বাসের চালক আক্তারুজ্জামানকে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। তিনি জানান, বাসের চালককে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য সোমবার সন্ধ্যায় খালিশপুর থানাধীন চিত্রালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নায়েক মুরাদ হোসেন। তিনি নড়াইল জেলার কালিয়া থানাধীন বড় কালিয়া এলাকার শেখ নজরুল ইসলামের ছেলে। ঘাতক বাসটি খুলনা বিশ^বিদ্যালয়ের বলে জানা যায়। নিহত মুরাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।