স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ৯ জেলায় একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১৪৫ : মৃত্যু ১

# এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৫৩৭১ জন, মৃত্যু -১৮ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে একদিনে নতুন করে ৯ জেলায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৪৫ জন এবং মৃত্যু হয় একজনের। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু রোগী সংখ্যা রয়েছে। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪৯ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫৩৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) খুলনা বিভাগে ৯ জেলায় ও দুই সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১৪৫ জন। এ সময়ে কুষ্টিয়া জেলায় একজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
গত একদিনে খুলনায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪৯ জন। এছাড়া সাতক্ষীরায় ১ জন, যশোরে ১৭ জন, ঝিনাইদহ ১২ জন, মাগুরায় ৪ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ১৬ জন, চুয়াডাঙ্গায় ৮ জন ও মেহেরপুরে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ৩৭১ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৮ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১১ জনের । এছাড়া খুলনায় ১ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এছাড়া এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৫৭০ জন, বাগেরহাটে ৬৮ জন, সাতক্ষীরায় ১২৫ জন, যশোরে ৭৯০ জন, ঝিনাইদহ ৩৫০ জন, মাগুরায় ১৮৫ জন, নড়াইলে ৪৩৭ জন, কুষ্টিয়ায় ৫৬৩ জন. চুয়াড্ঙ্গাায় ৯০ জন, মেহেরপুরে ৪৬০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৫ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৪৫ জন। রেফার্ড করা হয়েছে ৭২ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২১ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৯ জন রোগী ভর্তি হন। এসময়ে মোট মৃত্যু হয় ১১ জনের। বর্তমানে ৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে নগরীতে বেসরকারি হাসপাতাল আদ-দি¦ন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে সূত্র মতে, গত একদিনে এই হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ৪ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১৩ জন। এছাড়া বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র মতে, গত একদিনে এ্ই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৫ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৯ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে ২৯৪। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসে একজন ডেঙ্গু রোগী মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button