হামকুড়া নদী খনন করে বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে পরামর্শ সভা
খবর বিজ্ঞপ্তিঃ বুধবার সকালে হামকুড়া নদী খনন বাস্তবায়ন সংগ্রাম কমিটি এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে খুলনা ডুমুরিয়ার মধুগ্রাম ডাকবাংলো অডিটোরিয়ামে হামকুড়া নদীর সকল বাধা অপসারণ, নদীর অবাধ প্রভা ও নিশ্চিতকরণে এবং হামকরা নদীর সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীদের নিয়ে এক পরামর্শ সাভার অনুষ্ঠিত হয়। হামকুড়া নদী খনন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক সেলিম আক্তার স্বপনের সভাপতিত্বে উক্ত পরামর্শ সভায় সঞ্চালক এবং নিবন্ধ পাঠক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাগরিক নেতা এবং প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আমানুল্লাহ । অতিথি ছিলেন ভবদহ পানি মিশকাশন ও সুরক্ষার জোটের আহ্বায়ক অধ্যক্ষ মতলব সরদার এবং বেলা, খুলনার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মকবুল। পরামর্শের সবাই বক্তারা বলেন, ডুমুরিয়া অঞ্চলে সকল পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গিয়েছে। হামকুড়া নদীকে গলা টিপাট্টা হত্যা করা হয়েছে। ডাকাতিয়া বিল, মধ্যগ্রাম বিলসহ ডুমুরিয়া এলাকার সকল বিলকে কৃষি যজ্ঞ করতে হলে এবং এই এলাকার দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধ নিদর্শন করতে হলে জরুরিভাবে হামকুড়া নদীর খনন প্রয়োজন এবং অলির ব্যবস্থাপনার মাধ্যমে নদীর আবাধ প্রভাব নিশ্চিত করতে হবে। এছাড়াও বক্তারা মধুগ্রাম এবং ডাকাতিয়া বিলসহ বিভিন্ন বিলে ইরি ধান চাষ বাস্তবায়নে জরির ভাবে পাম্পের মাধ্যমে পানি সরানোর দাবি জানান। পরামর্শ সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন মোহাম্মদ কফির চৌধুরী, মোহাম্মদ সবুর সরদার, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আবু বক্কর গাজী, শেখ সরোয়ার হোসেন, হালদার আমিরুল ইসলাম, বিএম আইয়ুব আহমেদ, আব্দুর রব আকুঞ্জি, পারভিন আক্তার, আবু তারিক খান, মোহাম্মদ তৈয়বুর, আব্দুল আজিজ, মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।