দিঘলিয়ায় অপরাধীচক্র তৎপর মানুষের কাটছে নিদ্রাহীন রজনী
দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি এলাকায় দুর্বৃত্তের অপতৎপরতা চরমে। মানুষের কাটছে নিদ্রাহীন রজনী। বাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার, নলকূপের মাথা, বাড়ির মোটর সবকিছুতেই নিরাপত্তা ঝুঁকি শান্তিপ্রিয় মানুষের। সরেজমিনে ঘুরে জানা যায়, বুধবার রাতে সেনহাটি লিচুতলা পশ্চিম কলোনী এলাকায় সেলিম মুন্সী, কুটে মিয়াসহ ৫ বাড়ির বৈদ্যুতিক তার কেটে নিয়েছে দুর্বৃত্তরা। একই এলাকার বাহাউদ্দীন মাদ্রাসা থেকে গত মঙ্গলবার রাতে চুরি করে নিয়ে গেছে নলকূপের মাথা। একই রাতে চুরি হয় ৪ বাড়ির বৈদ্যুতিক সার্ভিস তার। চুরি হয় সেনহাটি উপস্বাস্থ্য কেন্দ্রে। জানা যায়, এলাকার একটা স্বার্থান্বেষী মহলের গোপন পৃষ্ঠপোষকতায় এলাকার নেশাখোর ও নেশা বিক্রেতাচক্র ও ভাঙ্গাড়ি ব্যবসার আড়ালে এ ব্যবসার যোগ সূত্রিতা থাকতে পারে। এ ব্যাপারে কথা হয় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, ঘটনা তদন্তের জন্য পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল। কেউ অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টার সাথে কারা জড়িত তাদের শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।