স্থানীয় সংবাদ

খুবিতে অনুষ্ঠিত হলো ‘টেডএক্স খুলনা ইউনিভার্সিটি’

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম টেডএক্স-এর ইভেন্ট ‘টেডএক্স খুলনা ইউনিভার্সিটি’। সকালে আচার্য জগদীশচন্দ্র বসু সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানের মূল মেসেজটা হল জীবনের গল্প থেকে নতুন জীবন গড়ে তোলা। আমরা প্রায়শই বিভিন্ন রকম হতাশায় নিমজ্জিত থাকি, আমরা বুঝতে পারি না আমাদের জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি। আমরা দিকহারা পাখির মত থাকি, আমরা স্বপ্ন খুঁজতে থাকি, কিন্তু সেই স্বপ্নের গল্প শোনানোর জায়গা খুঁজে পায় না। টেডএক্স সেই প্লাটফর্ম যেখানে আমরা স্বপ্ন দেখার, স্বপ্ন বোনার গল্প শুনতে পাবো। সকল প্রতিকূলতা ঝেড়ে ফেলে, সকল প্রতিবন্ধকতা দূর করে জীবনে এগিয়ে যাওয়ার গল্প শুনবো। আমি মনে করি, জীবনে এগিয়ে যাওয়া মানে একলা পথচলা নয়, জীবনে এগিয়ে যাওয়া মানে আমার পাশের মানুষটিকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার সমাজকে নিয়ে এগিয়ে যাওয়া। আর এই জন্য প্রয়োজন দৃঢ়সংকল্প, কঠোর পরিশ্রম আর নৈতিকতা। টেডএক্স খুলনা ইউনিভার্সিটি এর আজকের আয়োজন আমাদের সেই সব গল্প শোনাবেই বলে আমরা আশা করি। উপাচার্য তাঁর কর্মজীবনের শুরু থেকে পথচলার নানা উল্লেখযোগ্য দিক তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মের অনেকে সামাজিক অস্থিরতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বপ্নকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি অবস্থানকে আরও সুদৃঢ় করতে হবে। তিনি এই অনুষ্ঠান আয়োজক, অংশগ্রহণকারী এবং আগত গাইডিং স্টারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। এ অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর ও ঢাকার ২৫০ জন বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ১৯ জন ব্যক্তি। তারা হলেন- মনজুর আল মতিন, সোহানা জামান সোহান, নাবিলা মেহজাবিন সৃষ্টি, নাফিস সেলিম, ড. ডেভ ডাওল্যান্ড, সারা হোসেন, রিজভী আরেফিন, ড. চৌধুরী সায়মা ফেরদৌস, উজ্জ্বল সাহা, রোকসানা আঞ্জুমান নিকোলি, মোহসিন উল হাকিম, মেহেদি হক, দীপ্ত সাহা, ইশমাম চৌধুরী, মো. বিপুল শাহরিয়ার, ফাহাদ রহমান অঝর, মো. শাহীন আলম, তরুন্ময়ী কুন্ডু এবং অর্থি আহমেদ। প্রসঙ্গত, টেডএক্স একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। বিভিন্ন ধরনের পরামর্শ অন্যদের অনুপ্রেরণা জোগায় এবং নতুন নতুন উদ্ভাবনী জিনিস তৈরিতে তরুণদের উৎসাহ প্রদান করে। বুদ্ধিদীপ্ত বিকাশে এগিয়ে চলার পথে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করে। টেডএক্স খুলনা ইউনিভার্সিটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মানুষের উদ্ভাবনী শক্তি দ্বারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সমস্যার সমাধান করে এ বিশ্বকে পরিবর্তন করা সম্ভব। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে উৎসাহিত করা এবং আইডিয়ার বাস্তবায়ন ও চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী করে তোলা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button