স্থানীয় সংবাদ

খুলনা বিশেষায়িত হাসপাতালের এনজিওগ্রাম মেশিনটি বিকল

# ব্যহত হচ্ছে চলমান স্বাস্থ্য সেবা #

শেখ ফেরদৌস রহমান ঃ খুলনা বিশেষায়িত হাসপাতালের কার্ডিওলজি বিভাগে মানবদেহের রোগ নির্ণয় মেশিনটি গেল দুই সপ্তাহ যাবৎ বিকল হয়ে পড়ে আছে। প্রায় ২০ কোটি টাকার এই মূল্যে এই মেশিনটি বিকল থাকায় । রোগীদের বাড়ছে ভোগান্তি ব্যহত হচ্ছে চলমান স্বাস্থ্য সেবা থমকে গেছে। পাশাপাশি দ্রুত মেরামত করে কার্যক্রম শরু করা হোক বলে মনে করছেন সচেতন মহল। যেখানে কার্ডিওলজি রোগীদের পেসমেকার, এনজিওগ্রাম, হার্টে রিং পরানো হয়। পাশাপাশি এর আরও আগেও একটি মেশিন বিকল হলেও এখনও তা সচল করা সম্ভব হয়নি। কোটি টাকার এই মেশিনটি এখন হাসপাতালটির গলার কাটা। মূলত হাসপাতালটিতে নাম মাত্র সরকারী খরচে কার্ডিওলজি মাত্র দুই হাঁজার টাকায় এই সেবা দেয়া হয়। যা প্রতি সপ্তাহে দুইবার করে মোট ১০ জন এই সেবা পেয়ে থাকেন। যা বাহিরে প্রাইভেট স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই সেবা নিতে খরচ হয় প্রায় বিশঁ হাজার টাকার উপরে। যে কারণে হাসপাতালটিতে রোগীর এনজিওগ্রাম সিরিয়াল সংখ্যা থাকে শত শত। অনেক জরুরী রোগীরা এনজিওগ্রাম পরীক্ষার দীর্ঘ সময় পর সিরিয়াল থাকায় । বেশি টাকা খরচ করে বাহিরের স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেবা নিচ্ছে। এ বিষয়ে কথা রোগী মোঃ তরিকুল ইসলামের সাথে তিনি বলেন, আমার বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করতাম হাসপাতালটির কার্ডিওলজি বিভাগে দেখার পর বিভিন্ন পরীক্ষা করানো হয়। তবে হাসপাতালটিতে সিরিয়াল দিতে যেয়ে দেখা যায় আমার এনজিওগ্রাম করার সময় হবে প্রায় ৬ মাস পর। যে কারণে বেশি টাকা খরচ হলেও আমি বাহিরের থেকে পরীক্ষা করে হার্টের রিং পড়া হয়। মূলতঃ কার্ডিওলজি রোগীর বড় একটি ধমনীতে ফুটো করে তাতে একটা ক্যাথেটার হার্ট পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয় । ইশকেমিক হার্ট রোগ নির্ণয়ে এটি একটি সর্বাধুনিক নন-ইনভেসিভ পরীক্ষা। এটি করার জন্য হাতের শিরা (ধমনী নয়) দিয়ে আয়োডিনযুক্ত কন্ট্রাস্ট ডাই প্রবেশ করিয়ে দেওয়া হয়। এরপর সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে হৃদপিন্ডের রক্তনালি বা অন্য কোনো অঙ্গের রক্তনালি পর্যবেক্ষণ করা হয়। ধমনীর গায়ে চর্বি বা ক্যালসিয়াম জমে সরু হয়ে গেলে তা সহজেই বোঝা যায়। ধমনীর যে কোনো ধরনের ব্লক এই পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে। পরবর্তিতে চিকিৎসক ব্লককৃত জায়গায় রিং পড়িয়ে রোগীকে সুস্থ্য করেন। এ বিষয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ শেখ আবু শাহীন বলেন, এনজিওগ্রাম মেশিনটি কাজ করছেনা। এটি জাপানি মেশিন কোম্পানি থেকে রবিবার টেকনেশিয়ান আসছে ।আশা করি খুব দ্রত এটি সচল হবে। এছাড়া অন্য যে মেশিনটি বিকল হয়ে পড়ে আছে আমরা এটা আর মেরামত করতে পারছিনা এর কারণ খরচ বেশি হবে। তাই দ্রুত আগের পুরাতন বিকল মেশিনটি হ্যান্ডওভার বা অন্যত্র সরিয়ে ফেলব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button