স্থানীয় সংবাদ
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

স্টাফ রিপোর্টার ঃ অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেসবুকে) বিভিন্ন গালিগালাজ ও ভিডিও ছাড়ার ঘটনায় মনিরুজ্জামান মোড়ল বাদী হয়ে ঢাকার বাড্ডা থানায় সাধারণ ডায়রী করেছেন মোস্তফা কামাল মশাদী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ডায়রী নং-২১৩০,তারিখ- ২৯/৯/২৪। ডায়রী সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের পিলজঙ্গ গ্রামের মৃত আবু বক্কর মশাদী এর ছেলে মোস্তফা কামাল মশাদী ( হারুন) এর ফেসবুক আইডি গউ গড়ংঃড়ভধ শধসধষ থেকে মনিরুজ্জামান এর নামে বিভিন্ন প্রকার অপপ্রচার অকথ্য ভাষায় গালিগালাজ ভিডিও ও ছবি ধারণ করে, তাতে তার সম্মান হানি করেছে। যা তার পরিবারকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করেছে বলে ডায়রীতে উল্লেখ করেছেন।