স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ৯ জেলায় একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১৩৯ জন

# এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৬৬৫০ জন : মৃত্যু ২১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ৯ জেলায় ও দুটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলে একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৩৯ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬৬৫০জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় ( শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগে ৯ জেলায় ও দুটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১৩৯ জন। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৮ জন। এছাড়া বাগেরহাটে ২ জন, যশোরে ১৯ জন, ঝিনাইদহে ১৫ জন, মাগুরায় ৭ জন, নড়াইলে ১৬ জন, কুষ্টিয়ায় ১৬ জন, চুয়াডাঙ্গায় ৫ জন ও মেহেরপুরে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ২১ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৬ হাজার ৬৫০ জন এবং মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১৩ জনের । এছাড়া খুলনায় ২ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৯৩৬ জন, বাগেরহাটে ৯০ জন, সাতক্ষীরায় ১৬০ জন, যশোরে ৯৭০ জন, ঝিনাইদহ ৪২৮ জন, মাগুরায় ২৩০ জন, নড়াইলে ৫২২ জন, কুষ্টিয়ায় ৭২৩ জন. চুয়াড্ঙ্গাায় ১৩৬ জন, মেহেরপুরে ৫১৪ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৭ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৩১ জন। রেফার্ড করা হয়েছে ৯১ জনকে। খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২১ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ১৩ জন। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৫৭ জন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহন করেছেন ৮১৫ জন রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। এদিকে বেসরকারি আদ-দ্বিন মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। বর্তমানে এ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ২২ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগী চিকিৎসা দেওয়া হয় মোট ১৯৮ জনকে।
বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত একদিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৭ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ১২ জন। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৫ জন। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসা গ্রহন করেছেন ৩৭৭ জন রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button