স্থানীয় সংবাদ
খুলনা ফটো জার্নালিস্ট এ্যাসোয়িশনকে বিএনপির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক আর জি উজ্জল, কোষাধ্যক্ষ মানজারুল ইসলামসহ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (১৩ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ আশা করেন নবনির্বাচিত কমিটি ফটো সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাদারিত্ব নিশ্চিতে গতিশীল ভুমিকা রাখবে। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ মহানগর বিএনপি, থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।