স্থানীয় সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি ঃ মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, এহতেশামুল হক শাওন, আব্দুর রাজ্জাক রানা, মো. মাকসুদুর রহমান (মাকসুদ), বশির হোসেন, মোঃ নুরুজ্জামান ও সাংবাদিক আব্দুল খালেক অজীজী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, এস এম নূর হাসান জনি, মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, মো. আমিরুল ইসলাম, এম এ হাসান, শেখ কামরুল আহসান, আতিয়ার পারভেজ, এস এম আমিনুল ইসলাম, মোঃ নাজমুল হাসান, শেখ জাহিদুল ইসলাম, একরামুল হোসেন লিপু, মোঃ কামরুল হোসেন মনি ও এম এ জলিল, ক্লাবের অস্থায়ী সদস্য শেখ ফেরদৌস রহমান, মিলন হোসেন, মহেন্দ্রনাথ সেন, মো. সোহেল রানা, তুফান গাইন, মোঃ মেহেদী মাসুদ খান, শশাংক স্বর্ণকার, মোঃ হাসানুর রহমান তানজিরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে, ১৬ ডিসেম্বর সকালে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মোঃ আমিরুল ইসলাম, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ শামসুদ্দীন দোহা, বাপ্পী খান, প্রবীর কুমার বিশ^াস, রকিবুল ইসলাম মতি ও শেখ জাহিদুল ইসলাম, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button