দিঘলিয়ায় খালি হাতে শিক্ষকদের অবসরে যেতে হচ্ছে
দিঘলিয়া প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় দিঘলিয়ায় জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে টাইম স্কেল প্রদান করে পরবর্তীতে আবার পিআরএল অথবা অবসরে যাওয়ার পর সুবিধা অথবা চুড়ান্ত সুবিধা গ্রহণকালে সরকারের প্রদত্ত টাইম স্কেলের সকল টাকা কেটে রাখা হচ্ছে। ফলে এক প্রকার খালি হাতে শিক্ষকদের অবসরে যেতে হচ্ছে। অবসরে যাওয়ার পর থেকে শিক্ষকগণ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।
দিঘলিয়া উপজেলায় কর্মরত শিক্ষকদের সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকেরা তাদের টাইম স্কেল না কাটার পক্ষে বিভিন্ন পত্র ও মামলার স্থগিতাদেশসহ আবেদন করেছেন দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলমের নিকট। তিনি শিক্ষকদের আবেদনের বর্ণিত কাগজ পত্র পর্যালোচনা করে পত্রে বর্ণিত সকল কাগজপত্রের বিবরণ তুলে ধরে এর মতামত চেয়ে স্মারক নং-উশিঅ/দিঘ/খু/৫৪৩ তারিখ ১১/১১/২০২৪ এ একটা চিঠি দিঘলিয়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচের নিকট প্রেরণ করেছেন। দিঘলিয়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ জানান, আমরা দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলম এর প্রেরিত পত্র পেয়েছি। আমাদের নিকট এর সমাধান নেই। আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের নিকট সঠিক সিদ্ধান্তের জন্য পাঠাবো। দিঘলিয়া উপজেলায় কর্মরত ভুক্তভোগী শিক্ষকরা জানান, দিঘলিয়ার অবসরে যাওয়া শিক্ষকেরা মানবেতর জীবনযাপন করছে। তারা টাইম স্কেল কেটে বেতন গ্রহণ করলে অনেক শিক্ষকদের খালি হাতে বিদায় নিতে হবে। তাই ভুক্তভোগী শিক্ষকরা তাদের টাইম স্কেল বহাল রেখে পিআর এল অথবা অবসরে গমণ শিক্ষকদের পাওনা টাকা হিসাব করা হয় তার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দৃষ্টি আকর্ষণ করেছেন।