রূপসায় খাদ্যে বিষক্রিয়ায় ২ শিশু ভাই-বোনের মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসায় মোয়া ও আপেল খাওয়ার পর বিষক্রিয়ায় দুই শিশু ভাই-বোনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ও রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাতে রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার শারীরিক প্রতিবন্ধী মাসুদ রানা বাজার থেকে মোয়া ও আপেল কিনে নিয়ে বাসায় ফেরেন। তার দু’ শিশুসন্তান ইরানি ও আব্দুল গনি রাতেই সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে দু’জনই অসুস্থ হয়ে পড়ে। বুধবারর সকালে তাদের খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইরানি ও সন্ধ্যায় গনির মৃত্যু হয়। দু’ সন্তানের মৃত্যুতে শোকে অসুস্থ হয়ে পড়েছেন মা-বাবা। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘মৃত শিশুদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের পর জানা যাবে ওই মোয়া ও আপেলে বিষাক্ত কিছু ছিল কিনা।’ জানা গেছে, মৃত শিশুদের বাবা মাসুদ রানার স্থানীয় বাজারে মুদিদোকান রয়েছে। মা নার্গিস বেগম মানুষের বাড়ি কাজ করেন। ওই দম্পত্তির মাসুরা নামের আট বছর বয়েসী আরেক মেয়ে সন্তান রয়েছে। ঘটনার রাতে সে নানা বাড়িতে ছিল। আর তাদের মা-বাবা ওই মোয়া ও আপেল খাননি।