স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ৮ জেলায় ডেঙ্গু রোগী ভর্তি ১২১ জন : মৃত্যু নেই

# এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৭২০৩ জন : মৃত্যু ২১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ৮ জেলায় ও দুটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলে একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১২১ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৭২০৩ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় ( বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগের ৮ জেলায় ও দুটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১২১ জন। এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৯ জন। এছাড়া সাতক্ষীরায় ৩ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে ৮ জন, মাগুরায় ১ জন, নড়াইলে ১৪ জন, কুষ্টিয়ায় ১৯ জন ও মেহেরপুরে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন এবং খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৭ হাজার ২০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১৩ জনের । এছাড়া খুলনায় ২ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ২০৯৮ জন, বাগেরহাটে ৯৫ জন, সাতক্ষীরায় ১৮৭ জন, যশোরে ১০৪৬ জন, ঝিনাইদহ ৪৬৯ জন, মাগুরায় ২৩৭ জন, নড়াইলে ৫৫৩ জন, কুষ্টিয়ায় ৮০৩ জন. চুয়াড্ঙ্গাায় ১৫৩ জন, মেহেরপুরে ৫৪২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৮ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৪৮ জন। রেফার্ড করা হয়েছে ৯৪ জনকে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button