স্থানীয় সংবাদ

খুলনায় প্রশিকার অর্ধশত কোটি টাকার সম্পদ দখল

স্টাফ রিপোর্টার: খুলনার শিরোমনি এলাকায় প্রশিকা নামক বেসরকারি সংস্থার প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি দখল করেছে দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিন দফা চেষ্টা চালিয়ে চতুর্থ দফায় এ সম্পদ দখল করা হয়। স্থানীয় কতিপয় প্রভাবশালীর সহযোগীতায় এ দখল প্রক্রিয়া সম্পন্ন করেন সংস্থটির অপর পক্ষ। দখলকারীরা প্রশিকার এক সময়কার কর্মী ছিলো বলে জানা গেছে। প্রশিকার পরিচালক আব্দুস সোবহান বলেন, প্রশিকার মালিকানা নিয়ে ঢাকা অফিসে বিরোধ ছিলো। যেটা নিয়ে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ থেকে সিএমপি ৪৮৬/২০ মোকদ্দমায় নিষ্পত্তি হযেছে। এরফলে রায় প্রশিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. কাজী ফারুক আহম্মেদের পক্ষে এসেছে। তিনি সেখান থেকেই প্রশিকা পরিচালনা করছেন। আদালতে পরাজিত ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে থাকা প্রশিকার সম্পত্তিগুলো জোরপূর্বক দখলে নিয়ে বিক্রি করে নগদ অর্থ নিয়ে চম্পট দিচ্ছে। যারা ধারাবাহিকতায় গত মঙ্গলবার শিরোমনিতে অবস্থিত খামারে হামলা করে লুটপাট করে। এই লুটপাটের কাজ বাস্তবায়ন করেছে বহিস্কৃত উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম ও মো: রবিউল ইসলাম, একসময় প্রশিকায় চাকরী করতেন শেখ সাহিদ হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মো: কামরুজ্জামান, কাজী মো: সালাহউদ্দিন, কাজী রনিমুল আকাশসহ কয়েকজন দুর্বৃত্ত। এর আগে তারা কয়েকদফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে গত মঙ্গলবার স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় খামারে থাকা কর্মচারীদের উচ্ছেদ করে দেয়। এসময় তারা খামারের ঘরবাড়িতে তালা ভাঙচুর করে দখল করে নেয়। খামার দখল নেওয়ার বিষয়ে নিজেকে প্রশিকার উপ-পরিচালক দাবি করে মো: সিরাজুল ইসলাম বলেন, প্রশিকার প্রতিষ্ঠাতা ডা. কাজী ফারুক হোসেনকে বহিস্কার করা হয়। পরে রোকেয়া ইসলাম নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পায়। তার নেতৃত্বে এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আমরা এতদিন এখানে আসতে পারিনি। ৫ আগস্টের স্বৈরাচার সরকারের পতনের পর আমরা দখলে নিয়েছি। সেনাবাহিনীর কাছে দেওয়া মুচলেকার বিষয়ে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত বিষয় নিয়ে সেখানে গিয়েছিলাম পরে আমার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ বিষয়ে তিনি আর কথা বলতে চাননি।’
দখলের বিষয়ে খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, উক্ত জমি নিয়ে প্রশিকার দুই গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে। দখলের বিষয়ে আমাদের কাছে অভিযোগ দিয়েছে। আমরা অনুসন্ধান চালাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button