স্থানীয় সংবাদ

উদ্যোক্তাদের প্রযুক্তি জ্ঞানে দক্ষতা ও নতুন আইডিয়া সৃষ্টির সক্ষমতা থাকতে হবে : খুবি উপাচার্য

খুবিতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ প্রোগ্রামের টাউন হল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর অধীনে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাব (ইউআইএইচপি) এর ‘টাউন হল’ রবিবার(১৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়। বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকেই উদ্যোক্তা হওয়ার অনেক সুযোগ রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের সেশনাল প্রজেক্ট ও থিসিসে শিক্ষার্থীরা নানা ধরনের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। এ থিসিসগুলো কঠোরভাবে মূল্যায়ন করা হয়। এর মাধ্যমে তাদের উদ্ভাবনী শক্তি আরও প্রসারিত হয়। তাদের গবেষণার আইডিয়াগুলো উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, উদ্যোক্তা হতে গেলে সবার আগে স্বপ্ন দেখতে হবে। ইউনিক আইডিয়া নিয়ে ধাপে ধাপে এগোতে হবে। অদম্য সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। পরিশ্রম করতে হবে। ব্যর্থ হলে বারবার চেষ্টা করতে হবে। টিমওয়ার্ক গড়ে তুলতে হবে। গ্রুমিংয়ের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, উদ্যোক্তাদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞানে দক্ষতা অর্জন ও নতুন আইডিয়া সৃষ্টির সক্ষমতা থাকতে হবে। এর পাশাপাশি আইডিয়া সম্পর্কে প্রজেক্ট লেখা এবং তা ক্লায়েন্টকে বোঝানোর মতো দক্ষতা থাকা জরুরি। এসব স্কিল না থাকলে একজন উদ্যোক্তা সফল হতে পারে না।
ইউনিভার্সিটি ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. জি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম। অনলাইনে যুক্ত থেকে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি ইনোভেশন হাবের প্রকল্প পরিচালক আবুল ফাত্তাহ মো. বালিগুর রহমান। এ ছাড়া অনলাইনে যুক্ত থেকে ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম সম্পর্কে ব্রিফ করেন ইনোভেশন এন্ড স্টার্টআপ স্পেশালিস্ট ড. অনন্য রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুহানিয়া রহমান ও প্রোগ্রাম অফিসার নাদিম রাজ্জাক রম্য। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানের অরগানাইজিং পার্টনার ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাব।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button