স্থানীয় সংবাদ

শহীদ আমিনুল ইসলামের মায়ের ইন্তেকালে ছাত্রশিবিরের শোক

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী ছাত্রশিবিরের ৪২তম শহীদ আমিনুল ইসলাম বিমান-এর সম্মানিতা মাতা আনোয়ারা বেগম ১৮ নভেম্বর ভোরে বার্ধক্যজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ৩ সন্তান ও ২ কন্যাসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “সম্মানিত মায়ের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন এক অনন্য ধৈর্যশীল, পরহেজগার ও ন্যায়পরায়ণ নারী, যিনি তার সন্তানদের আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে অসাধারণ ভূমিকা পালন করেছেন। এমন একজন মহীয়সী মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন শহীদ আমিনুল ইসলাম বিমান ভাইয়ের মতো ত্যাগী ও সংগ্রামী মানুষ, যিনি ইসলামী আন্দোলনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালাম। নেতৃবৃন্দ মরহুমার জন্য দোয়া কামনা করে বলেন, “আল্লাহ সম্মানিত মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে এ দুঃখ সহ্য করার শক্তি দিন। আমিন।”

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button