স্থানীয় সংবাদ

আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ঃ ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বৃদ্ধির প্রতিবাদে ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। সোমবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিসিএস জেলা শাখার সমন্বয়ক মোঃ কামাল হোসেন, দৈনিক কালবেলা’র খুলনা প্রতিনিধি বশির হোসেন, সিসিএসের যুব শাখা সিওয়াইবি’র কুয়েট শাখার সভাপতি রিফাত জান্নাত, সাধারণ সম্পাদক সরদার শাইখ আহমেদ রাফিন, সরকারি বিএল কলেজ শাখার সভাপতি রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, খুলনা সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি ঈশা কর্মকার, সাধারণ সম্পাদক ফারজানা আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানকালে জেলা সমন্বয়ক মোঃ কামাল হোসেন বলেন, কোল্ড স্টোরেজ মালিকরা ও ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে আলুর মূল্য বাড়িয়ে দিয়েছে। তারা ভোক্তা সাধারণকে জিম্মি করে বেশি দরে বিক্রয় করছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভোক্তাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দেয়া হোক। এছাড়া কুয়েট শাখা সভাপতি রিফাত জান্নাত বলেন, দেশে বার্ষিক আলুর চাহিদা প্রায় ৯০ লাখ টন। এবছর আলু উৎপাদন হয়েছে ১ কোটি টনের বেশি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজে ৪০ লাখ টনের বেশি আলু মজুদ রয়েছে। যা বছরের বাকি সময়ের জন্য প্রয়োজনীয় চাহিদার তুলনায় পর্যাপ্ত। কিন্তু মজুদদারেরা সরবরাহ হ্রাস করে কৃত্রিম সংকট তৈরি করে হিমাগার থেকে বেশি মূল্যে আলু বিক্রয় করছে এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ করছে না। অসাধু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজকেন্দ্রীক কূটকৌশলের মাধ্যমে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তা সাধারণকে জিম্মি করে ফেলেছে। অন্যান্য নেতৃবৃন্দ বলেন, দ্রুত আলুর দাম কমিয়ে ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোল্ড স্টোরেজ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button