নৌযান শ্রমিকদের ধর্মঘটে পণ্য পরিবহনে অচল অবস্থার সৃষ্টি

খবর বিজ্ঞপ্তি ঃ বিগত সরকারের শ্রম মন্ত্রী ও শ্রম পরিদপ্তরের একতরফা সিদ্ধান্তক্রমে ধ্বংস প্রাপ্ত নৌযান মালিকদের উপর একতরফাভাবে চাপিয়ে দেওয়া ৩০ মার্চ ২০২৩ প্রকাশিত গেজেটে নৌযান শ্রমিকদের মজুরী স্কেল ঘোষনা করা হয়। উক্ত মজুরী স্কেলে নৌযান শ্রমিকদের মজুরী একধাপে ৬০% বৃদ্ধি সহ অন্যান্য সুবিধাদি প্রায় ৮০% বৃদ্ধি করা হয়। যাহা অতীতে কোন মজুরী স্কেলে এত পরিমান মজুরী বৃদ্ধি করা হয়নি। ফলে নৌযান মালিকদের পক্ষে আপত্তিকৃত মজুরী স্কেলে বেতন পরিশোধ করা আদৌ সম্ভব নয়। উক্ত মজুরী স্কেল সম্পর্কে নৌযান মালিকগন সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের নিকট আপত্তি জানিয়ে আসছে এবং মজুরী স্কেলটি পুনঃবিবেচনা জন্য নৌযান মালিকগন দাবী জানিয়ে আসছে। কিন্তু নৌযান শ্রমিকরা আপত্তিকৃত মজুরী স্কেল কার্যকরী করার দাবীতে খুলনা অঞ্চলে গত ১ সপ্তাহ পূর্ব হতে নৌযান ধর্মঘট শুরু করেন। ফলে গত ১২ নভেম্বর খুলনা জেলা প্রশাসকের সভা কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর সভাপতিত্বে এক ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌযান শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, যৌথ বাহিনীর কর্মকর্তা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। মালিক পক্ষ দাবী করেন যে, যেহেতু বর্তমানে নৌ-পরিবহন মালিক গ্রুপের কোন কার্যনির্বাহী কমিটি নেই এবং আগামী ৮ ডিসেম্বর নতুন কার্যনির্বাহী গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরা ১২ ডিসেম্বর পর্যন্ত মালিকগন সময় দেওয়ার জন্য বলা হয়। কিন্তু শ্রমিক পক্ষ নৌযান মালিকদের অনুরোধ উপেক্ষা করে তারা ধর্মঘট অব্যাহত রেখেছে। নৌযান ধর্মঘটের ফলে জরুরী খাদ্যশস্য বোঝাই, খালাস, পরিবহন বন্ধ রয়েছে, জরুরী কৃষিকাজের ব্যবহৃত সার পরিবহন বন্ধ রয়েছে। এতদাজ্ঞলের সিমেন্ট ফ্যাক্টরীর কাচামাল পরিবহন বন্ধ রয়েছে এবং দেশের উন্নয়ন কাজে ব্যবহৃত পাথর, মেশিনারীজ ইত্যাদি পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এ অবস্থা চলতে থাকলে দেশের অপূরণীয় ক্ষতি হবে, বিশেষ ক্ষতিগ্রস্থ নৌযান মালিকরা আরও ক্ষতিগ্রস্থের সম্মুখীন হবে। যে সকল নৌযানে পণ্য বোঝাই আছে সে সকল নৌযান গন্তব্যস্থলে না পৌছানোর কারনে/ খালাস না হওয়ার কারনে যে কোন সময় নৌযান দুর্ঘটনা ঘটে পণ্য ও নৌযানের ব্যাপক ক্ষতি হতে পারে। এ ধরনের দুর্ঘটনা ঘটলে তার সকল দায়-দায়িত্ব শ্রমিকদেরকে বহন করতে হবে। জরুরী ভিত্তিতে উদ্ভুদ পরিস্থিতি নিরসনে নৌযান মালিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। নৌযান শ্রমিকদের মজুরী বৃদ্ধি সংক্রান্ত ব্যাপারে আদালতে ২টি মামলা চলমান রইয়াছে।