স্থানীয় সংবাদ

লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সেরা হতে হবে : উপাচার্য

# খুবির ইউআরপি ডিসিপ্লিনে টার্ম রিভিউ উদযাপন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে ‘টার্ম রিভিউ’ অনুষ্ঠান মঙ্গলবার(১৯ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ায় ভালো ফলাফল অর্জন সকলের জন্য কৃতিত্ব ও আনন্দের। এর পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে অংশগ্রহণ করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। নিজেকে দুই ক্ষেত্রেই সেরা প্রমাণ করতে হবে। কারণ, একজন সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে জীবনে পড়াশোনা, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম- সবকিছুরই প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় হবে খুলনা বিশ্ববিদ্যালয়। এজন্য শিক্ষার্থীদেরও নতুন নতুন স্বপ্ন দেখতে হবে। স্বপ্নের পেছনে ছুটতে হবে। স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। তবেই শিক্ষার্থীদের হাত ধরে খুলনা বিশ্ববিদ্যালয় অচীরেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। পরে তিনি একাডেমিক এক্সিলেন্স অর্জনে ৪টি ক্যাটাগরিতে ডিসিপ্লিনের ৭২ জন শিক্ষার্থীর হাতে সম্মাননাপত্র তুলে দেন। এ ছাড়া সহ-শিক্ষাক্ষেত্রে এক্সিলেন্স অর্জনে আরও ২৪ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আহসানুল কবীর। সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন শাহরিন হাবিবা জ্যোতি, হাসনাত অর রশিদ, মাহবুব আলম জুবায়ের ও তাবাস্সুম মল্লিক। অনুষ্ঠানের ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে উপাচার্য ফিতা কেটে ইউআরপি ডিসিপ্লিনের স্মার্ট সিটি ইনোভেশন ল্যাব উদ্বোধন করেন। পরে তিনি ল্যাবের ভিতরে বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button