মোংলা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন আহবায়ক কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তিঃ জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যার্থানে বিপ্লব উত্তর পরবর্তীতে মোংলা কাষ্টম সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের স্বৈরাচারের মদদ পৃষ্ট অনির্বাচিত সকল নেতা কর্মিরা তাদের অপকর্মের কারনে এ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের পলায়নের পর অত্র এ্যাসোসিয়েশনের স্বাভাবিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ে, যার কারনে কাষ্টম এবং বন্দরের কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। সে লক্ষ্যে বন্দরে স্বাভাবিক কার্যক্রম ও সরকারী রাজস্বে গতিশীলতা আনায়নের লক্ষ্যে মঙ্গলবার মোংলা কাষ্টম হাউজের সাধারণ সিএন্ডএফ এজেন্ট সদস্যগণের সর্বসম্মতিক্রমে এবং খুলনা মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়কদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিতে নি¤েœ লিখিত ১৩ সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। নেতৃবৃন্দ হলেন, আহবায়ক আহবায়ক: মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম আহবায়ক: শহিদুল ইসলাম, এস এম আমিনুল ইসলাম (জাকির),এস. এম সানাউল্লাহ, সদস্য সচিব: মাহামুদুন চৌধুরী (জনি)।