স্থানীয় সংবাদ

যশোরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

যশোর ব্যুরো ঃ যশোর শহরের রেলরোডের চারখাম্বার পাশে অরিয়ন হোটেলের সামনের এক বাড়ির তিনতলা ফ্লাট থেকে রজত কাঞ্চন সাহা স্বপ্নীল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার রবিতোষ সাহার ছেলে। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার কালুখালীতে। ওই বাড়িতে ভাড়া থাকতেন আর টিবি ক্লিনিক মোড়ে ফার্মেসির দোকান দিয়ে ব্যবসা করতেন বাবা রবিতোষ । বর্তমানে স্বপ্নীলের বাবা ঢাকাতে মাকে নিয়ে অবস্থান করছেন। স্বপ্নীলের মা আইসিইউতে ভর্তি। স্বপ্নীল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচ এসসি ২য় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, জনি কাবাব ঘরের পাশে শেখ আব্দুল মতিনের বিল্ডিং এর তিনতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন স্বপ্নীল। কিন্তু প্রায় দুই মাস ধরে মা বাবা ঢাকাতে রয়েছেন। স্বপ্নীল একায় থাকতেন ওই ফ্লাটে। কখনো বাড়িতে আসতেন আবার কখনো আসতেন না। মঙ্গলবার সকালে হঠাৎ ওই ফ্লাটের তিনতলা থেকে প্রচন্ড দুর্গন্ধ পান তারা। সেখানে যেয়ে দেখেন ভেতর থেকে লক করা। পরে স্বপ্নীলকে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দপাওয়া যায়না। বাধ্য হয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখে ঘরের ভেতরে স্বপ্নীলের মরদেহ ঝুলে রয়েছে। এদিকে, স্বপ্নীলের ঘনিষ্ট একটি সূত্র জানায়, সম্প্রতি স্বপ্নীল মুসলমান এক মেয়েকে বিয়ে করে। যা নিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। পারিবারিক ভাবে তিনি দূশ্চিন্তায় থাকতেন। এছাড়াও স্বপ্নীল মাদকাশক্ত ছিলেন। তার বিরুদ্ধে নড়াইলে ডাকাতি মামলা রয়েছে। এরবাইরেও মাদক সহ আরও কয়েকটি মামলা রয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে। এখনি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বলা যাবে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button