স্থানীয় সংবাদ

বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ শিকারকালে ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি ঃ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারকালে ভারতীয় পতাকাবাহী ফিশিং ট্রলারসহ ১৬ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড বাগেরহাটের মোংলাস্থ পশ্চিম জোনের সদস্যরা। বৃহস্পতিবার(২১ নভেম্বর) বিকেলে আটক জেলেদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ট্রলারে থাকা ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ নিলাম ডেকে ১ লাখ ১১হাজার টাকায় বিক্রি করা হয়েছে।এর আগে বুধবার (২০ নভেম্বর) মোংলাস্থ কোষ্টগার্ড সদস্যরা টহলদানকালে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ জেলেদের আটক করে। আটক জেলেরা ভারতের দক্ষিন চব্বিশ পরগোনার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, কোষ্টগার্ড কর্তৃক আটককৃত ভারতীয় জেলেদের রাতেই মোংলা কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে জেলেদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে গেল ১৭ অক্টোবর বাংলাদেশী সমুদ্রসীমায় মাছ ধরার অপরাধে তিনটি ট্রলারসহ ৪৮জন ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী ও কোস্টগার্ড।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button