রোটারি ক্লাব অব সুন্দরবনের ৩৪ তম অভিষেক অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের রোটারি অঙ্গনে তথা খুলনা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব সুন্দরবন। ক্লাবটির ২০২৪- ২৫ টার্মের বোর্ড অব ডিরেক্টরসদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় খুলনার ” ওয়েস্টার্ন ইন ” এর ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর একজন মেধাবী ও চৌকস কর্মকর্তা কমডোর এম শামসুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং খুলনা জজশিপের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ মোঃ ফারুক ইকবাল। বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন ক্লাবের চার্টার মেম্বার ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেক।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ক্লাবের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার এবং অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের বিগত বছরের চমৎকার কর্মকা-ের জন্য আইপিপি রোটারিয়ান আবিদা আফরিন ও তার বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন এবং অভিষিক্ত নতুন বোর্ডের সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে দেশের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বন্যা ও বিদ্যমান জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ক্লাবের চলমান সেবামূলক প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন রোটারি লিডার আমিনুল ইসলাম শাহীন, ডা: মোস্তফা কামাল, আ: কাদের পিন্টু, বেগ রফিকুল ইসলাম, মোল্লা মারুফ রশিদ, আলতাফ হোসেন, মানস পাল, রোটারি ক্লাব অব খুলনার প্রেসিডেন্ট রেজাউল করিম রেজা, গ্রেটার খুলনার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার বি এম হারুন এবং বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান। স্বাগত বক্তৃতা করেন অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান জিএম কামরুজ্জামান, ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের কো- চেয়ারম্যান রোটারিয়ান ইকবাল মেহেদী কিরণ এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠানের চীফ কো-অর্ডিনেটর রোটারিয়ান কামরুল করিম বাবু। অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘মৌমাছি’ র মোড়ক উন্মোচনে সহযোগিতা করেন এডিটর রোটারিয়ান মুরশিদুজ্জামান এবং সাচিবিক দায়িত্ব পালন করেন রোটারিয়ান শেখ নাসিরুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সর্ব রোটারিয়ান মো: মোস্তফা, অধ্যক্ষ রুমা নন্দী, প্রেসিডেন্ট ইলেক্ট সেলিম আহমেদ, ফেরদৌস জাহান সাজি, আই টি সৌমিক, সাখাওয়াত হোসেন স্বপন, শচীন সাহা, ইঞ্জিনিয়ার সাইদুর রহমান , মোতালেব হোসেন মুন্না, রোটার্যাক্ট লিডার এস এম রাসেল আমিন প্রমুখ। রোটারিয়ান এবং তাদের পরিবারবর্গ রোটার্যাক্ট ক্লাব অব সুন্দরবনের রোটার্যাক্টরবৃন্দ এবং বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে রোটারিয়ান চৌধুরী মিনহাজ উজ জামান সজলের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ডা: সাদিয়া মনোয়ারা ঊষা। অতঃপর সুবিধা বঞ্চিত কতিপয় মানুষদের সাথে নিয়ে ফেলোশীপ ডিনার ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয।