স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ৫ জেলায় একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১০৭ জন : মৃত্যু নেই

# এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু ছাড়াল ৮২১২ জন : মৃত্যু ২৩ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ৫ জেলায় ও দুটি সরকারি হাসপাতালে মিলে একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১০৭ জন। এ সময়ে মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮২১২ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগের ৫ জেলায় ও দুটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১০৭ জন। এর মধ্যে একদিনে খুলনায় ১৬ জন, সাতক্ষীরায় ৪ জন, যশোরে ২৪ জন, কুষ্টিয়ায় ১৮ জন, ও মেহেরপুরে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৮ হাজার ২১২ জন এবং মোট মৃত্যু হয়েছে ২৩ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১৩ জনের । এছাড়া খুলনায় ৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ২৪৪২ জন, বাগেরহাটে ১০১ জন, সাতক্ষীরায় ২০৩ জন, যশোরে ১১৫৩ জন, ঝিনাইদহ ৫৪৪ জন, মাগুরায় ২৫২ জন, নড়াইলে ৫৯৪ জন, কুষ্টিয়ায় ৯৩৪ জন. চুয়াড্ঙ্গাায় ১৭৯ জন, মেহেরপুরে ৫৯২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৭ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০২২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৭২ জন। রেফার্ড করা হয়েছে ১০২ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালাদার জানান, গত একদিনে নতুন করে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১২ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১২৩ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগী চিকিৎসা দেয়া হয়েছে ১০৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button