খুলনার সাবেক এমপি এস এম কামালের বিভিন্ন কর্মকা-ের অর্থ যোগানদাতা আ’লীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার ঃ খুলনা-৩ আসনের সাবেক এমপি এস এম কামালের বিভিন্ন কর্মকান্ডের অর্থ যোগানদাতা ও মন্নুজান সুফিয়ানের সহযোগি ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো: জুবায়ের হোসেন (৫৭) কে গ্রেফতার করেছেন কেএমপির গোয়েন্দা পুলিশ। শনিবার ( ২৪ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে কেএমপি’র ডিবি পুলিশ নগরীর খালিশপুর থানাধীন হাউজিং এস্ট্রেট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন। কেএমপির ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে খালিশপুর থানাধীন হাউজিং এস্ট্রেট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে মৃত হাজী সিরাজ উদ্দিনের পুত্র মো: জুবায়ের হোসেনকে গ্রেফতার করেন। সে খালিশপুর থানার মামলা নং-০২ এর এজাহারভুক্ত আসামি ছিলো।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত জুবায়ের হোসেন সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ খালিশপুর ছাত্রলীগ এর সাবেক জিএস এবং ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং খুলনা-৩ আসনের সাবেক এমপি এস এম কামালের বিভিন্ন কর্মকা-ের অর্থ যোগানদাতা ও সাবেত প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সহযোগি ছিলেন। তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।