স্থানীয় সংবাদ
ভৈরব সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম

স্টাফ রিপোর্টার ঃ নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট শহরাংশে ও দিঘলিয়া অংশ সোমবার বিকালে ভৈরব সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ভৈরব সেতুর প্রকল্প পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি ভৈরব সেতুর অধিগ্রহণকৃত জায়গা ঘুরে দেখেন এবং খোঁজখবর নেন। তিনি খুলনার মানুষকে আশ্বস্ত করেন এই সেতুর কাজ চলমান আছে। এই সেতুর উপর দিয়ে যাতায়াতের সুব্যবস্থা করা হবে। দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। এ সময় সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।