রূপসায় এক কিশোরের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসা উপজেলায় শাওন (৭) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে রূপসা উপজেলা আইচগাতী ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড মধ্যপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত পরিবারের ধারনা শিশুকে অজ্ঞাতনামা কেউ বা কাহারা মেরে ঝুলিয়ে রেখেছেন।
খুমেক হাসপাতালের সূত্র মতে, গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উক্ত এলাকার বাসিন্দা আকবর গাজীর পুত্র শাওনের বড় ভাই ফয়সাল গাজী কাজ শেষে নিজ ঘরে ফিরে দেখেন ছোট ভাই শাওন ঘরের আড়ার সাথে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত শাওনের ফুফুর স্বামী বলেন, শাওনের মা বাসা বাড়িতে কাজ করেন। তার বাবাও বাইরে কাজে ছিলেন। শাওনের সাথে তার বাবা-মা বা ভাইয়ের সাথে কোন বিষয়ে নিয়ে অভিমান বা ঝগড়া ছিলো না। তাই বড় ভাই ফয়সাল বাসায় এসে দেখে ছোট ভাই ঘরের আড়ার সাথে রশির সাথে ঝুলে আছে। তাদের ধারনা কেউ তাকে মেরে রশি দিয়ে ঝুলিয়ে রাখছে। বর্তমানে উক্ত শিশুটির লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।